কী সেবা কীভাবে পাবেন
১। স্বাস্থ্য সেবাঃ (ক) সরাসরি শ্রম কল্যাণ কেন্দ্রে,তেজগাঁও, এসে চিকিৎসা সেবা নিতে পারবেন।
(খ) শ্রমিকের স্বাস্থ্য কথা অ্যাপস এর মাধ্যমে কল করে চিকিৎসা সেবা নিতে পারেন।
২। ঔষধ সরবরাহঃ চিকিৎসা ব্যবস্থাপত্র অনুযায়ী ফ্রি ঔষধ দেওয়া হয়।
৩। গণশুনানিঃ সপ্তাহে প্রতি রবিবার গণশুনানি গৃহীত হয়।
৪। পরিবার পরিকল্পনা সেবাঃ পরিবার পরিকল্পনা সামগ্রী প্রদান করা হয় ।
৫। বিনোদন সেবাঃ পড়ার জন্য বইয়ের লাইব্রেরী, সাময়িকী পত্রিকা আছে। এছাড়াও কেরাম, লুডু,
ব্যাডমিন্টন, ভলিবল , ইত্যাদি সরঞ্জামাদি রয়েছে এবং শ্রমিক ও তার পরিবারের বিনোদনের জন্য হারমোনিয়াম,তবলা, দ্বারা গান বাজনা চর্চা করে ও শিখে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস